দলকে জিতিয়ে লুটিয়ে পড়লেন ক্রিজে, মাঠেই মৃত্যু

0
দলকে জিতিয়ে লুটিয়ে পড়লেন ক্রিজে, মাঠেই মৃত্যু

উত্তরপ্রদেশের মোরাদাবাদে এক প্রীতি ক্রিকেট ম্যাচে ঘটে গেল চরম মর্মান্তিক এক ঘটনা। দলকে জিতিয়ে দিয়ে মাঠেই প্রাণ হারালেন বোলার আহমার খান। হৃদরোগে আক্রান্ত হয়ে ম্যাচ শেষ হওয়ার ঠিক পরপরই ক্রিজে লুটিয়ে পড়েন তিনি।

ঘটনাটি ঘটেছে মোরাদাবাদের বিলারি ব্লকে আয়োজিত ইউপি ভেটেরান্স ক্রিকেট টুর্নামেন্টের একটি ম্যাচে। অংশ নিয়েছিল মোরাদাবাদ ও সম্বল দল। উত্তেজনাপূর্ণ ম্যাচে সম্বলকে হারাতে শেষ ওভারে দরকার ছিল ১৪ রান, বোলিং করছিলেন বাঁহাতি পেসার আহমার খান। মাত্র ১১ রান খরচায় দলকে জয়ের পথে নিয়ে যান তিনি। কিন্তু ম্যাচের শেষ বলটি করার পরই ঘটে বিপর্যয়।

ম্যাচের ভিডিও ফুটেজে দেখা গেছে, শেষ বলটি করার সঙ্গে সঙ্গেই আহমার খান হঠাৎ বসে পড়েন ক্রিজে, এরপর ধীরে ধীরে শুয়ে পড়েন। তখনও কেউ বুঝতে পারেনি কী ঘটেছে। তাঁর দল জয় উদযাপন শুরু করলেও দ্রুতই সতীর্থরা দৌড়ে এসে তাঁর পাশে জড়ো হন। দেখা যায়, আহমার কোনো সাড়া দিচ্ছেন না। সঙ্গে সঙ্গে তাঁকে সিপিআর দেওয়া হয় মাঠেই।

পরবর্তীতে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক ধারণা অনুযায়ী, হৃদরোগেই মৃত্যু হয়েছে এই ক্রিকেটারের।

মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মোরাদাবাদের ক্রীড়া অঙ্গনে। মৃত আহমার খান স্থানীয় একতা বিহার এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী, দুই সন্তান ও একটি বোন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here