দর্শনার চেকপোস্টের কক্ষ থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার

0

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টের কক্ষ থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সহকর্মীরা শয়নকক্ষের জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান। পরে তারা লাশটি উদ্ধার করেন। 

মারা যাওয়া শামীম হোসেন (৩১) কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হাশেম আলীর ছেলে। তার কনস্টেবল নং ৫৩২। তিনি ইমিগ্রেশন বিভাগে কর্মরত ছিলেন।

সহকর্মীরা জানান, যোগদানের পর থেকেই গত ছয় মাস ধরে নতুন ইমিগ্রেশন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে বাস করছিলেন শামীম। শুক্রবার সকাল সাড়ে ৮টায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় কয়েকজন সহকর্মী তার খোঁজ নিতে গেলে শামীম হোসেনের ঝুলন্ত লাশ দেখতে পান।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সকাল ১০টায় তিনি ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত খোঁজ নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here