দর্শনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

0

চুয়াডাঙ্গার দর্শনায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আসমাউল হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত আসমাউল দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের করিমপুরপাড়ার শহিদুল ইসলামের ছেলে।  

রবিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কের প্রতিবন্ধী স্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। তারা হলেন- একই গ্রামের সোনা মিয়ার ছেলে রুপম হোসেন (১৭) ও আমির হোসেনের ছেলে মোহাম্মদ নয়ন (১৮)। তারা সবাই দর্শনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।  

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here