দিন যেই গড়াচ্ছে ততই হতাশ করছে আলোচিত ছবি ‘আদিপুরুষ’। দর্শক খরায় মুক্তির মাত্র আট দিনেই দর্শকের অভাবে একে পর এক বাতিল হয়ে গেছে অনেকগুলো শো। এমনকি হল মালিকরা ‘আদিপুরুষ’-এর সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি তুলছেন। খবর হিন্দুস্তান টাইমস এর।
মুক্তির পর থেকেই ‘আদিপুরুষ’-এর সংলাপ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বেশ কিছু দৃশ্য হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হেনেছে বলে অভিযোগ তোলা হয়েছে। সামাজিক মাধ্যমে দেয়া হয়েছে বয়কটের ডাক। এর প্রভাব পড়েছে বক্স অফিসে। শুক্রবার ছবিটি আয় করেছে মাত্র ৩.২৫ কোটি।