হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, তারা দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে রকেট ছুড়েছে।
আল জাজিরার খবর অনুসারে, আল-কাসসাম ব্রিগেড বলেছে, তারা দক্ষিণ লেবানন থেকে এই হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করেই এই রকেট হামলা চালানো হয়।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, বেশিরভাগ প্রজেক্টাইল ধ্বংস করা হয়েছে। আর কিছু খোলা জায়গায় পড়েছে। আইডিএফ জানিয়েছে, রকেটের উৎসে গোলাবর্ষণ করা হয়েছে।
হামাসের রকেট হামলায় ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি ইসরায়েল। সূত্র : আল জাজিরা