দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

0

নিউ ক্যালেডোনিয়ার লয়্যালটি দ্বীপপুঞ্জের ভূমিকম্পের ২৪ ঘণ্টা যেতে না যেতেই এবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো। তবে এবার কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার নিউ ক্যালেডোনিয়ার লয়ালটি দ্বীপের দক্ষিণপূর্বে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।  

এরপর অঞ্চলটিতে বেশ কয়েকটি আফটারশক রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে। অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভূমিকম্পটির কারণে অস্ট্রেলীয় মূল ভূখণ্ড, দ্বীপ ও অঞ্চলগুলোতে কোনো সুনামির আশঙ্কা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here