দক্ষিণ চীন, ভিয়েতনামের দিকে টাইফুন ধেয়ে আসায় হাজারো মানুষকে সরানো হচ্ছে

0

টাইফুন তালিম ধেয়ে আসায় চীনের দক্ষিণাঞ্চল ও ভিয়েতনামে কয়েক হাজার মানুষকে সোমবার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে। চীনের আবহাওয়া প্রশাসন জানিয়েছে,  টাইফুন ‘তালিম’ সোমবার রাতে গুয়াংডং থেকে হাইনান প্রদেশ পর্যন্ত দক্ষিণ উপকূল বরাবর আঘাত করায় ভূমিধস সৃষ্টি করে। সেখানে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস  দেওয়া হয়েছে। খবর এএফপি’র।

পূর্বাভাসে বলা হয়, ঝড়ের তীব্রতা বৃদ্ধি পেয়ে এটি গুরুতর টাইফুনে পরিণত হবে। এই আশঙ্কায় কর্তৃপক্ষ সেখানে কমলা সতর্কতা (দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা) জারি করেছে। ভিয়েতনামের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সোমবার বিকেল থেকে কোয়াং নিন এবং হাই ফং প্রদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকাগ্রস্থ এলাকা থেকে প্রায় ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেয়।

হংকং অবজারভেটরি নিচু এলাকায় সম্ভাব্য জলোচ্ছ্বাস  ও বন্যার ব্যপারে সতর্ক করেছে এবং ঝড়ের কারণে ফেরি ও নগরীর বেশিরভাগ বাস পরিষেবা স্থগিত করেছে। হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে এক হাজারেরও  বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, হাইনান দ্বীপের মিলান আন্তর্জাতিক বিমানবন্দর এবং কিয়ংহাই বোয়াও বিমানবন্দর উভয়ই সমস্ত ফ্লাইট বাতিল করেছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে, ম্যাকাওর কাছে গুয়াংডংয়ের ঝুহাই জিনওয়ান বিমানবন্দর ৮০ টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। -বাসস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here