দক্ষিণ কোরিয়ার সাথে করা সামরিক চুক্তি পুরোপুরি বাতিল করল উত্তর কোরিয়া

0

দক্ষিণ কোরিয়ার সাথে করা পাঁচ বছরের পুরনো সামরিক চুক্তি থেকে পুরোপুরিভাবে বেরিয়ে গেল উত্তর কোরিয়া। মঙ্গলবার সফলভাবে গোয়েন্দা স্যাটেলাইট উড্ডয়নের পর পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এই ঘোষণা আসল। ফলে কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে।  

এই চুক্তির শর্ত মানা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটি জানিয়েছে, তারা ফের সীমান্ত এলাকায় নজদারি বিমান মোতায়েন করবে। 

এছাড়াও সামরিক সংঘাত এড়াতে আকাশ ও সমুদ্রপথে নেওয়া সব পদক্ষেপও তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে কিম জং উনের দেশ। সাথে তারা বলেছে, এবার সীমান্তে নতুন ধরনের সমরাস্ত্রের পাশাপাশি শক্তিশালী সেনাদল পাঠাবে। 

মঙ্গলবার মালিগিয়ং-১ নামের গোয়েন্দা স্যাটেলাইটটি মহাকাশে পাঠায় উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও নিশ্চিত করেছে যে, উত্তর কোরিয়ার এই স্যাটেলাইটটি কক্ষপথে প্রবেশ করেছে। 

স্যাটেলাইট উড্ডয়নের নিন্দা জানিয়ে সীমান্তে নজরদারি কার্যক্রম ফের শুরু করার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সেনা চৌকিতে নজরদারি করতে পারবে সিউল। 

সূত্র: বিবিসি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here