উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, যেকোনো জরুরি পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার ভূখণ্ড দখল করতে পিয়ংইয়ংকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। উত্তর কোরীয় সামরিক বাহিনীর প্রতিষ্ঠার ৭৬তম বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে কিম জং উন একথা বলেন।
এ সময় তিনি দেশের সামরিক বাহিনীর প্রশংসা করে বলেন, সেনাবাহিনীকে অবশ্যই দেশের সার্বভৌমত্ব এবং মর্যাদা রক্ষা করতে হবে। সাম্রাজ্যবাদীরা যে প্রতারণা এবং যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে তার মোকাবেলায় সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে হবে।
এর কিছুদিন আগে কিম জং উন দক্ষিণ কোরিয়ার সঙ্গে তার দেশের পুনঃ একত্রীকরণের সম্ভাবনাকে বাতিল করে দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, বেশিরভাগ ক্ষেত্রে দুই দেশের মধ্যে ব্যাপক মাত্রায় বিরোধিতা রয়েছে। এছাড়া তিনি সম্প্রতি দক্ষিণ কোরিয়াকে দেশের প্রধান শত্রু হিসেবে ঘোষণা করার জন্য উত্তর কোরীয় পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন।
সূত্র : পার্সটুডে।