দক্ষিণ কোরিয়ায় ৫০০ কোটি ডলারের যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

0

দক্ষিণ কোরিয়ার কাছে ২৫টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ। এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিমান ও সংশ্লিষ্ট সরঞ্জামের মূল্য ৫০০ কোটি ডলার। 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অধিদফতরের দেওয়া তথ্য মতে, ২৫টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদনের বিষয়টি কংগ্রেসকে অবহিত করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, এই যুদ্ধবিমান আঞ্চলিক আগ্রাসন থেকে সুরক্ষা নিশ্চিতে দক্ষিণ কোরিয়াকে সাহায্য করবে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করবে।

নতুন এ জেট আকাশে সিউলের সক্ষমতা বাড়িয়ে তুলবে। এছাড়া এয়ার-টু-এয়ার এবং এয়ার-টু-গ্রাউন্ড আত্মরক্ষা ক্ষমতা বাড়াবে।

জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়ার বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও কিম জং-উনের রাশিয়া সফরের মধ্যে এ বিক্রির খবর এল। সূত্র: ব্লুমবার্গ, ফোর্বসআনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here