দক্ষিণ কোরিয়ায় একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৪১ মিনিটের দিকে দেশটির পশ্চিম সাগর তীরবর্তী এক এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
মার্কিন প্রতিরক্ষা অধিদফতর এই তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন প্রতিরক্ষা অধিদফতরের বিবৃতিতে দক্ষিণ কোরিয়াকে ধন্যবাদ জানায় দেশটির ৮তম যুদ্ধবিমানের উইং কমান্ডার ক্লোনেল ম্যাথিউ সি গেটকে। তিনি বলেন, আমরা দক্ষিণ কোরিয়ার উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানাতে চাই, তাদের আন্তরিক প্রচেষ্টায় আমরা আমাদের পাইলটকে দ্রুত উদ্ধার করতে পেরেছি।
এখনও পর্যন্ত এই দুর্ঘটনার কারণ জানায়নি মার্কিন কর্তৃপক্ষ। তবে দক্ষিণ কোরিয়ার এই অঞ্চলে এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনার শিকার হয় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান। এর আগে গত বছরের মে মাসে সিউলের দক্ষিণাঞ্চলে কৃষি এলাকায় একটি এফ-১৬ যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণ অনুশীলনের সময় বিধ্বস্ত হয়। সূত্র: রয়টার্স, সিএনএন, ব্লুমবার্গ, জাপান টাইমস, দ্য স্ট্রেইটস টাইমস