দক্ষিণ কোরিয়ায় চিকিৎসকদের ধর্মঘটে বিনা চিকিৎসায় এক নারী রোগীর মৃত্যু হয়েছে। ৮০ বছর বয়সী ওই রোগীকে বহনকারী অ্যাম্বুলেন্স হাসপাতালে প্রবেশ করতে না দেওয়ায় এ ঘটনা ঘটে।
চিকিৎসার অভাবে মারা যাওয়া প্রবীণ ওই নারী কার্ডিয়াক অ্যারেস্টে (হৃদরোগ) আক্রান্ত ছিলেন।
মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, তারা ঘটনাটি তদন্ত করে দেখবেন।
দক্ষিণ কোরিয়ায় চিকিৎসকদের ধর্মঘটে এটিই প্রথম মৃত্যু, যেখানে ইন্টার্ন ও আবাসিক চিকিৎসকরা আন্দোলন করছেন। সরকার আরও চিকিৎসক নিয়োগ দিলে প্রতিযোগিতা বেড়ে যাবে, তাদের মধ্যে এ শঙ্কা কাজ করছে। প্রায় ৭০ শতাংশ তরুণ চিকিৎসক গত সপ্তাহ থেকে আন্দোলন করছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকদের আন্দোলনের ফলে তাদের কাজ নার্সদের দিয়ে করানো হচ্ছে। নার্সরা এ নিয়ে অভিযোগ জানিয়েছেন। সূত্র: বিবিসি, রয়টার্স