দক্ষিণ কোরিয়ায় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় জেজু এয়ারের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ১৮১ আরোহীর মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ১৭৯ জন জন নিহত হয়েছেন বলে দেশটির দমকল সংস্থা জানিয়েছে। এরইমধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক।
দুই ইঞ্জিনের উড়োজাহাজটি কীভাবে রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি দ্রুতগতিতে রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। সঙ্গেসঙ্গেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে আগুনের কুণ্ডে পরিণত হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই বিশাল কালো ধোঁয়ার কুণ্ডুলিতে আকাশ ছেয়ে যায়।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, প্রাথমিকভাবে মনে হয়েছে বিধ্বস্ত হওয়ার কয়েক সেকেন্ড আগে উড়োজাহাজটি এর পেটের ওপর ভর করে (বেলি ল্যান্ডিং) অবতরণের চেষ্টা করেছিল, সম্ভবত এর ল্যান্ডিং গিয়ারগুলো পুরোপুরি খুলেনি।
ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জোড়া ইঞ্জিনের উড়োজাহাজটি চাকা ছাড়াই রানওয়ে দিয়ে অনেক দূর পর্যন্ত ছেঁচড়ে যায়, তারপর রানওয়ে থেকে বেরিয়ে গিয়ে বিমানবন্দরের দেয়ালে ধাক্কা খায়। পরে বিধ্বস্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে ও ধোঁয়া বের হতে দেখা যায়।
স্থানীয় দমকল বাহিনীর প্রধান জানিয়েছেন, পাখির ঝাঁকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ও বৈরি আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
দক্ষিণ কোরিয়ার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উড়োজাহাজটিতে ছয় ক্রু সদস্যসহ ১৮১ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের একজন যাত্রী ও একজন ফ্লাইট এ্যাটেনডেন্ট।
যে ৮৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ৪৬ জন নারী, বাকি ৩৯ জন পুরুষ। ঘটনাস্থলে অন্তত ৩২টি ফায়ার ট্রাক ও প্রচুর দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার পর সেখানে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, এই দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় গণমাধ্যম বলছে, বিমানবন্দরে অবতরণের সময় পাখির সঙ্গে সংঘর্ষের ফলে ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এদিকে ইয়োনহাপ রিপোর্ট করেছে, থাইল্যান্ড থেকে ফেরার পথে বিমানটি দেশের দক্ষিণ-পশ্চিমে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় “পাখির সাথে সংঘর্ষের ফলে ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে” দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।