দক্ষিণ কোরিয়ায় আন্দোলনরত ১৩ চিকিৎসককে কাজে ফেরার আদেশ দেওয়া হয়েছে।
শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এভাবে আদেশ জারি চিকিৎসকদের আন্দোলনের বিষয়ে দক্ষিণ কোরিয়া সরকারের কঠোর অবস্থানকেই নির্দেশ করে। স্বাস্থ্যব্যবস্থার সংস্কার দাবি করে দেশটিতে চিকিৎসকরা আন্দোলন করছেন।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১৩ চিকিৎসকের লাইসেন্স নাম্বার ও হাসপাতালের নাম উল্লেখ করা হয়েছে। তাদের কাজে ফিরতে বলা হয়েছে, অন্যথায় লাইসেন্স বাতিল অথবা সাজার মুখোমুখি হতে হবে।
এর আগে দেশটির সরকার কাজে ফেরার জন্য চিকিৎসকদের বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেয়। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, প্রায় নয় হাজারের মতো চিকিৎসক কাজে ফেরার আহ্বানকে উপেক্ষা করেছেন।
এদিকে চিকিৎসকরা রবিবার সরকারের মেডিকেল কলেজে আসন বৃদ্ধির পরিকল্পনার বিরুদ্ধে বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। সূত্র: রয়টার্স