দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জেতা হলো না বাংলাদেশের মেয়েদের

0

এই ম্যাচটা জিতলেই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের। কিন্তু দক্ষিণ আফ্রিকার মেয়েদের রেকর্ডের নিচে চাপা পড়ে হেরেছে নিগার সুলতানার দল।

শনিবারের ম্যাচে উইলোমুর পার্কে টস জিতে ব্যাটিং নিয়ে দুই ওপেনারের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩১৬ রান তোলে স্বাগতিকেরা। মেয়েদের ওয়ানডে দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস হলেও এটিই বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ। আগের রেকর্ডটিও দক্ষিণ আফ্রিকার। ২০১৮ সালে পচেফস্ট্রুমে ৯ উইকেটে ২৭০ রান করেছিল দলটি।

দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ভলভার্ট পেয়েছেন পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি। তার ১৩৪ বলের ইনিংসটি সাজানো ১৩টি চার ও ১ ছক্কায়। অন্যদিকে ব্রিটসের এটিই প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ১২৪ বলের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা মেরেছেন এর আগে ২০ ম্যাচের ক্যারিয়ারে মাত্র একবারই ৫০ ছোঁয়া ব্রিটস।

৪৩তম ওভারে বাংলাদেশের পেসার মারুফ আক্তার ভলভার্টকে বোল্ড করার পরের ওভারেই ব্রিটসকে ফিরিয়ে দেন মিডিয়াম পেসার রিতু মনি। এরপর আনিকা বশ (১৯ বলে ২৮) ও সুনে লুসের (১৭ বলে ৩৪) ঝড়ে শেষ ৬.৩ ওভারে ৬৫ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here