দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল ভারত। প্রথম ওয়ানডেতে ভারত জিতেছিল ৮ উইকেটে। আর দ্বিতীয় ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার পার্লে সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৭৮ রানে হারাল ভারত।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন ভারতের দুই ওপেনার রজত পাতিদার এবং সাই সুদর্শন। তবে পঞ্চম ওভারে ২২ রানে পাতিদার বোল্ড হলে রানের গতি কমতে শুরু করে। পরে সুদর্শন ফেরেন ১০ রানে।
চতুর্থ উইকেটে ১১৬ রানের জুটি গড়ে খেলার মোড় ঘুরিয়ে দেন তিলক ভার্মা এবং সঞ্জু। এই জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ভারত। ৭৭ বলে ৫২ রানের সময়োপযোগী ইনিংস খেলেছেন তিলক। সঞ্জু আউট হয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে। ফিনিশিংয়ে রিঙ্কু সিংয়ের ২৭ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংসে ২৯৬ রানের সংগ্রহ পায় ভারত।
জবাবে খেলতে নেমে ৪৫ ওভার পাঁচ বলে ২১৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৮১ রান করেছেন টনি ডি জর্জি। এ ছাড়া ৩৬ রান করেন এইডেন মার্করাম। ভারতের পক্ষে ৩০ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অর্শদ্বীপ সিংহ।