থ্রেডস ছেড়েছেন অর্ধেক গ্রাহক, জানালেন জুকারবার্গ

0

শুরুর দিকে ঝড় তোলা থ্রেডস নাকি মাঝপথে খেই হারাচ্ছে। এমন খবরই দিয়েছেন মেটা প্রধান মার্ক জুকারবার্গ। তিনি জানিয়েছেন, এরইমধ্যে থ্রেডসের অর্ধেকের বেশি গ্রাহক কমে গেছে।

চালু হওয়ার মাত্র পাঁচ দিনের মধ্যে প্রায় ১০০ মিলিয়ন ব্যবহারকারী প্ল্যাটফর্মে পরিণত হয় থ্রেডস। আর তাতেই কাঁপন ধরে টুইটার বস ইলন মাস্কের বুকে। নানা হুমকি ধামকিও ছোড়া হয় থ্রেডসকে লক্ষ্য করে।

থ্রেডসের চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্স জানিয়েছেন, থ্রেডসে ব্যবহারকারীদের ফেরাতে আকর্ষণীয় সব ফিচার যুক্ত করা হবে। 

 

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here