নেটফ্লিক্সের পর জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘থ্রি-বডি প্রবলেম’ এবার এলো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। গতকাল শনিবার বঙ্গতে মুক্তি পেয়েছে এই বিখ্যাত সিরিজটি। তবে এটি নেটফ্লিক্সের সংস্করণ না, এটি মূল চাইনিজ সংস্করণের বাংলা করা হয়েছে।
‘থ্রি-বডি প্রবলেম’ জনপ্রিয় চাইনিজ ঔপন্যাসিক লিউ সিশিনের বিখ্যাত সায়েন্স ফিকশন থ্রিলার অবলম্বনে একটি সিরিজ। ২০২৩ সালে এই বই অবলম্বনে একটি চাইনিজ সিরিজ নির্মাণ করার হয়। এরপরে নেটফ্লিক্স এই একই সিরিজের হলিউড সংস্করণ বের করে যা পরবর্তীতে খুব দর্শকপ্রিয় হয়।
বঙ্গ’র চিফ কন্টেন্ট অফিসার জনাব মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘থ্রি-বডি প্রবলেম একটা দুর্দান্ত সিরিজ। তাছাড়া ইতোমধ্যেই এই সিরিজটি দর্শকমহলে অনেক জনপ্রিয়। বাংলা ভাষাভাষীদের জন্য এরকম একটা সিরিজ সম্পূর্ণ বাংলায় আনতে পেরে আমরা দারুণ আনন্দিত!’ প্রতি শনি ও রবিবার ‘থ্রি-বডি প্রবলেম’-এর একটি করে নতুন পর্ব বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে।