হিন্দি সিনেমার পারফেকশনিস্ট আমির খান অভিনীত একটি ব্লকবাস্টার সিনেমার সিক্যুয়েল তৈরি হতে চলেছে। সিনেমাটিতে আমির খানের সঙ্গে করিনা কাপুর খান, আর মাধবন এবং শারমান যোশী অভিনয় করেছিলেন।
হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। সিনেমাটির নাম ‘থ্রি ইডিয়টস’। ২০০৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমা বক্স অফিসের রেকর্ড ভেঙে দিয়েছে।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, রাজকুমার হিরানি ‘৩ ইডিয়টস ২’-এর চিত্রনাট্য চূড়ান্ত করেছেন। ২০২৬ সালে শ্যুটিং শুরু হবে বলে জানা গেছে।
সিক্যুয়েলে আইকনিক তারকা কাস্টের প্রত্যাবর্তন দেখা যাবে বলে জানা গেছে। হ্যাঁ, আমির খান, করিনা কাপুর খান, আর. মাধবন এবং শারমান যোশী এই সিক্যুয়েলে থাকবেন বলে শোনা গেছে।
সিক্যুয়েলের গল্প কেমন হবে?
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সিক্যুয়েলের টিম বেশ এক্সসাইটেড। তারা বিশ্বাস করে যে সিক্যুয়েলটি পার্ট ১-এর মতোই হলে ম্যাজিক করবে। আরও জানা যাচ্ছে যে ‘থ্রি ইডিয়টস’-এর ক্লাইম্যাক্স দৃশ্যে র্যাঞ্চো, ফারহান এবং রাজু আলাদা হয়ে যাওয়ার প্রায় ১৫ বছর পরে এই সিক্যুয়েলটি তৈরি হবে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, আমির খান এবং রাজকুমার হিরানি তাদের দাদাসাহেব ফালকে বায়োপিক আপাতত স্থগিত রেখেছেন কারণ তারা স্ক্রিপ্ট নিয়ে সন্তুষ্ট নন।

