থিসারার ঝড়ো সেঞ্চুরির পরেও ঢাকার হ্যাটট্রিক হার

0

রান তাড়া করতে নেমে ১০ ওভারের মধ্যেই ঢাকার প্রথম সারির ছয় ব্যাটার সাজঘরে। রান হয়নি পঞ্চাশও। এরপর সেই দলটিকে শেষ পর্যন্ত লড়াইয়ে রাখলেন থিসারা পেরেরা। এক প্রান্তে দানবীয় ব্যাটিংয়ে দলকে জয়ের খুব কাছে নিয়ে গেলেন তিনি। পেলেন সেঞ্চুরিও। কিন্তু মেহেদী হাসান মিরাজের কৃপণ বোলিং ও আবু হায়দার রনির অলরাউন্ড নৈপুণ্যে জয় মিলে খুলনা টাইগার্সেরই।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়েছে খুলনা টাইগার্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রান করে তারা। রান তাড়ায় নেমে নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রানের বেশি করতে পারেনি থিসারা পেরেরার দল।

দ্বিতীয় ইনিংসে ১৭৪ রান তারা করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে ঢাকা। ইনিংসের তৃতীয় ওভারে মিরাজ বল হাতে নিয়ে প্রথম দুই বলেই ফেরান লিটন দাস ও স্টিফেন এসকিনাজিকে। এরপর পাওয়ার প্লে শেষে দুই ওভার করে এক রান দিয়ে নেন শুভাম রানজানের উইকেট। মাঝে দুটি উইকেট নেন রনি। আর আলাউদ্দিন বাবুকে ফেরান জিয়া। তাতে দলীয় ৪৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ঢাকা।

এরপর অবশ্য প্রতিরোধ গড়েন দুই লঙ্কান ব্যাটার থিসারা ও চতুরঙ্গ ডি সিলভা। ৬৩ বলে অবিচ্ছিন্ন ১১২ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। এই জুটিতে ২০ বলে ১১ রান করেন চতুরঙ্গ ডি সিলভা। একই সঙ্গে শুরুর দিকে পর্যাপ্ত রান তুলতে না পারার ধাক্কাটা কাল হয়ে দাঁড়ায় শেষ দিকে। এক প্রান্তে বুক চিতিয়ে লড়াই করেও জেতাতে পারেননি থিসারা।

দলের পক্ষে সর্বোচ্চ ১০৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন থিসারা। ৬০ বলের ইনিংসটি খেলেন ৯টি চার ও ৭টি ছক্কার সাহায্যে। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন তানজিদ হাসান। খুলনার পক্ষে চার ওভার বল করে ৬ রানের খরচায় ৩টি উইকেট নেন মিরাজ। ২টি শিকার রনির।

খুলনা অবশ্য জয়ের ভিত পায় শেষ চার ওভারের দানবীয় ব্যাটিংয়ে। ইনিংসের ১৬ ওভার যখন শেষ হয় তখন তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১১০ রান। এরপর মাহিদুল ইসলাম অঙ্কন, জিয়াউর রহমান ও আবু হায়দার রনির ঝড় ব্যাটিংয়ে শেষ ২৩ বলে তারা রান তুলেছে ৬২।

দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন অঙ্কন। ৮ বলে ৩টি ছক্কায় ২১ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন রনি। ২২ রান করেন জিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here