বান্দরবানের থানচি উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বিজিবি বিওপি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত বৃদ্ধার নাম সানোয়ারা বেগম (৬০)। তিনি স্থানীয় ফজল্যা পাড়া গ্রাম প্রধান ফজল করিমের স্ত্রী।
ওসি জানান, স্থানীয়রা তাকে জানিয়েছে- চালক মাতাল অবস্থায় মোটরসাইকেল চালাচ্ছিল। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ ও চালকসহ অপর আরোহীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।