থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, শপিংমলে বন্দুক হামলার ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ব্যাংককের সিয়াম প্যারাগন মলের এই হামলায় একজন নিহত হয়েছে।
থাই জরুরি সেবা সংস্থা মঙ্গলবার বিকালে জানিয়েছে, এই হামলায় একজন নিহত হয়েছে। যদিও আগে সংস্থাটি তিন জনের মৃত্যুর খবর দিয়েছিল।
পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, হামলার ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা