থাইল্যান্ডে চলন্ত ট্রেনে ক্রেন পড়ে নিহত অন্তত ১২

0
থাইল্যান্ডে চলন্ত ট্রেনে ক্রেন পড়ে নিহত অন্তত ১২

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনের ওপর একটি বিশাল ক্রেন পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রেনটি লাইনচ্যুত  হয়ে আগুন ধরে যায়। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে।

স্থানীয় সময় সকাল প্রায় ৯টার দিকে ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশগামী ট্রেনটি নাখন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলার মধ্য দিয়ে যাচ্ছিল। এ সময় ট্রেনের ওপর নির্মাণ প্রকল্পে ব্যবহৃত একটি ক্রেন হঠাৎ ভেঙে পড়ে। ক্রেনটি পড়ার সঙ্গে সঙ্গে ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনায় প্রায় ৪০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তবে ট্রেনে মোট কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য জানায়নি পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here