থর ও স্টার ওয়ার্স তারকা রে স্টিভেনস আর নেই

0

মাত্র ৫৮ বছর বয়সেই পরপারে পাড়ি জমিয়েছেন হলিউড অভিনেতা রে স্টিভেনসন। ‘থর’, ‘কিং আর্থার’, ‘পানিশার: ওয়ার জোন’, ‌স্টার ওয়ার্সসহ অনেক জনপ্রিয় সিনেমায়অভিনয় করেছেন তিনি। 

দক্ষিণ ভারতীয় পরিচালক এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। ব্রিটিশ গভর্নর চরিত্রে দেখা গেছে তাকে।

রে স্টিভেনসন ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটার স্কুলে লেখাপড়া এবং ব্রিটিশ টেলিভিশনে কাজ করার পর ১৯৯৮ সালে সুযোগ পান ‘দ্য থিওরি অফ ফ্লাইট’-এর মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করার। ২০০৪ সালে প্রথমবারের মতো বড় চরিত্রে অভিনয়ের সুযোগ পান ‘কিং আর্থার’ ছবিতে। এরপর একের পর এক জনপ্রিয় ছবিতে দেখা যায় তাঁকে।

রোম, ভাইকিংসের মতো টিভি শোতেও অভিনয় করেছেন রে স্টিভেনসন।

 

সূত্র: বিবিসি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here