ত্বকের ধরনভেদে টোনার!

0

প্রচণ্ড গরমে ত্বক খোঁজে শান্তি। এমন দিনে মসৃণ ও সতেজ ত্বকের যাবতীয় সমস্যা থেকে মুক্তির মূলমন্ত্র হলো টোনার ব্যবহার। ত্বক পরিষ্কার, মসৃণ আর উজ্জ্বল করে তুলতে এর জুড়ি মেলা ভার। তবে এ ক্ষেত্রে ত্বকের ধরন বুঝে টোনার ব্যবহার করতে হবে।

এ প্রসঙ্গে ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ও বিশিষ্ট রূপ বিশেষজ্ঞ ফারনাজ আলম বলেন, ‘বাজারে নানা ধরনের টোনার পাওয়া যায়। বিউটি প্রোডাক্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত ত্বকের ধরন বুঝে টোনার তৈরি করে থাকেন। তবে কেমিক্যালযুক্ত প্রোডাক্টের চেয়ে ঘরে তৈরি টোনার বেশি কার্যকরী। আর সব উপকরণ মিলবে আপনার হাতের কাছেই।’ 
 
তৈলাক্ত ত্বক

শুষ্ক ত্বক

শুষ্ক ত্বকের অধিকারীদের ঝামেলা কম হলেও এ ধরনের ত্বক দেখতে ভালো লাগে না। আর্দ্রতা না থাকায় ত্বক দেখায় রুক্ষ। ফলে বার্ধক্য এবং বলিরেখা চেপে বসে। ত্বকে নিয়মিত টোনার ব্যবহারে এমন সমস্যার সমাধান পাবেন। ১ চা চামচ গ্লিসারিন ও ৪ চা চামচ গোলাপজল মিশিয়ে নিন। ঠান্ডা পানি দিয়ে আগে মুখ ধুয়ে মুখ মুছে নিন। তারপর তুলো টোনারে ভিজিয়ে ত্বকে ব্যবহার করুন। ১০ মিনিট রাখুন। এরপর ময়েশ্চারাইজার মেখে নিন। রোজ ২ বার করে টোনার লাগাতে পারেন। ত্বক ফিরে পাবে উজ্জ্বলতা; নরম ও মসৃণ হবে।

সংবেদনশীল ত্বক

সংবেদনশীল ত্বকের অধিকারীদের যত্নের বেলায় থাকতে হয় খুবই সচেতন। যে কোনো প্রসাধন ব্যবহারের আগে সে প্রসাধনের খুটিনাটি বিষয়ে খেয়াল রাখতে হয়। অন্যথায় ত্বকে নানা সমস্যা দেখা দেয়। আধা কাপ ঠান্ডা দুধের সঙ্গে ৩ চামচ গোলাপজল মেশান। তুলো দিয়ে সারা মুখে লাগিয়ে নিন। ৫ মিনিট পর ভালো কোনো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার মেখে নিন। দিনে একবার এই টোনার ব্যবহার করতে পারেন। ত্বক হবে সতেজ ও উজ্জ্বল।

তবে মনে রাখুন, টোনার ব্যবহার করতে হয় তুলোর সাহায্যে। টোনিং শেষে মুখ ধুয়ে হালকা ভেজা অবস্থায় ময়েশ্চারাইজার লাগান।

তথ্যসূত্র : বি বিউটিফুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here