ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নাজমুল হোসেন শান্ত। পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
বৃহস্পতিবার খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, আমি ধারাবাহিক রান করেছি। একজন ব্যাটার হিসেবে যখন ধারাবাহিক রান করবো ভিন্ন একটা আত্মবিশ্বাস তো থাকেই। খেলা সম্পর্কেও অনেক ধারণা আসে। আমার কাছে মনে হয়েছে আমি কিভাবে ইনিংস লম্বা করবো এই ব্যাপারে আমার ধারণা ভালো ছিল। সেটাই শুধু প্রয়োগ করার চেষ্টা করেছি।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। এই ব্যাটারের সঙ্গে শান্তর জুটিতেই ম্যাচ সহজ করেছে বাংলাদেশ। ১৭ বলে ২৪ রান করেন হৃদয়। ম্যাচ শেষে তার প্রশংসা ছিল শান্তর কণ্ঠে।
তিনি বলেছেন, প্রথম ম্যাচ হিসেবে তার যে এপ্রোচটা ছিল, যে ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করেছে, ওইটা দেখেই আমি আত্মবিশ্বাস পেয়েছি। ওকে দেখে কখনও নার্ভাস মনে হয়নি এরকম একটা বড় দলের বিপক্ষে। আমাদের ওই আত্মবিশ্বাসটা ছিল কারণ বিপিএলে আমাদের কিছু বড় বড় জুটি ছিল। যখন ও এভাবে শুরু করেছে আমরা শুধু স্বাভাবিক ব্যাটিং করছিলাম।