তৌসিফ-তিশা জুটির ‘ভালোবাসি তবুও’

0

গত ৩০ নভেম্বর শুরু হয়েছে প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি আয়োজিত ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’। সিএমভি’র ইউটিউব চ্যানেলে উৎসবের প্রথম নাটক মিজানুর রহমান আরিয়ান নির্মিত ‘হদয়ে হৃদয়’ লুফে নিয়েছে দর্শক-সমালোচক।

উৎসবের দ্বিতীয় চমক হিসেবে আসছে তৌসিফ-তিশা জুটির ‘ভালোবাসি তবুও’। এটি নির্মাণ করেছেন প্রবীর রায় চৌধুরী। নাটকটিতে সিয়াম চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর মিথি চরিত্রে তানজিন তিশা।  

নির্মাতা বলেন, ‘গল্পের শুরু এমন হলেও শেষটা অন্যরকম। যে গল্পের বাঁকে বাঁকে রয়েছে প্রেমের জন্য নীল বেদনা। আশা করছি, উৎসবে নতুন মাত্রা যোগ করবে এই গল্পটি। এতে তৌসিফ ও তিশা অনবদ্য অভিনয় করেছেন। যা দর্শকের মন ছুঁয়ে যাবে।’

তৌসিফ মনে করেন, “এমন চরিত্র নির্ভর গল্প সচরাচর মেলে না, যেখানে অভিনয় করার প্রচুর সুযোগ থাকে। ‘ভালোবাসি তবুও’ তেমনি একটি কাজ।” উল্লেখ্য, প্রথমবারের মতো সিএমভি’র উদ্যোগে ক্লোজআপ-এর সমর্থনে আয়োজন হলো দেশের প্রথম অন্তর্জাল নাট্যোৎসব ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here