তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের বিরুদ্ধে অভিযোগগঠন করেছে আদালত।
আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রীয় উপহার সংরক্ষণাগার তোশাখানা থেকে ২০১৮ সালের সেপ্টেম্বরে দামি হাতঘড়ি, জামার বোতাম, কলম ও আংটি উপহার নেন। তবে এসবের জন্য পরিশোধ করেন নামমাত্র অর্থ। একই বছর তিনি আরও কয়েকটি মূল্যবান ঘড়ি ও অন্যান্য উপহার নেন। এগুলোর জন্য পরিশোধ করেন সামান্য অর্থ। পরের বছরও ঘড়িসহ নানা উপহার নিয়ে তিনি একইভাবে এগুলো নিজ হেফাজতে রাখেন।
বুধবার অতিরিক্ত ও জেলা দায়রা জজ হুমায়ুন দিলাওয়ারের সভাপতিত্বে তোশাখানা মামলার শুনানি হয়।