রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে উদ্দেশ্য করে ডা. মুরাদ হাসান এমপি বলেন, ‘তোর বুকের পাটা কত বড় তোর কত হিম্মত, তোর বুকে কত রক্ত দেইখা দিতাম। তোর কপাল ভালোরে…। তোর বাবার নাম কী তাও জানি না, তোর মার নাম কি তাও জানি না। তোর দল বিএনপির জন্মই আজন্মের পাপ।’
সোমবার বিকেলে জামালপুরের সরিষাবাড়িতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি। ডা. মুরাদ আরও বলেন, ‘চাঁদ তোর কপাল ভালো রে, বক্তব্যটা তুই রাজশাহীতে দিছস, আসতি আমাদের ময়মনসিংহে, আসতি আমাদের জামালপুরে, আসতি আমার সরিষাবাড়িতে।’