তোয়ালে দিয়ে বল ধরায় ৫ রান জরিমানা (ভিডিও)

0

চলতি উইমেন্স বিগ ব্যাশ লিগে নিজের অজান্তেই ছোট্ট একটা ভুল করে বসলেন অ্যামেলিয়া কের। তার জন্য এতবড় মাশুল দিতে হবে সেটা বোধহয় স্বপ্নেও ভাবেননি অ্যামেলিয়া। তার এমন ভুলের জন্যই দলও শেষ পর্যন্ত পরাজিত হয়ে মাঠ ত্যাগ করেছে।

মঙ্গলবার বিগ ব্যাশ লিগের ৪৯তম ম্যাচে মুখোমুখি হয় ব্রিসবেন হিট ও সিডনি সিক্সার্সের মহিলা দল। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ব্রিসবেন। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৬ রানের বড় সংগ্রহ করেন। দাপুটে হাফ-সেঞ্চুরি করেন অ্যামেলিয়া কের। তিনি ১০টি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ৬৪ রান করে সাজঘরে ফেরেন।

সিডনির এলিস পেরি ৪০ রানে ৩টি উইকেট নেন। ২০ রানে ২টি উইকেট নেন জেস কের।

১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিডনি সিক্সার্স একসময় ৯ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৭৪ রান তোলে। ১০ ওভারে বল করতে আসেন অ্যামেলিয়া কের। তার ওভারের দ্বিতীয় বলে (৯.২ ওভারে) অ্যাশলেই গার্ডনার লং-অনে শট খেলে ধীরে-সুস্থে ১ রান সংগ্রহ করেন।

তবে এক্ষেত্রে ফিল্ডারের ছোঁড়া বল ধরার সময়েই ভুল করে বসেন অ্যামেলিয়া। বল ও হাত মোছার জন্য অনেক বোলারই নিজের কাছে ছোট তোয়ালে রাখেন। অ্যামেলিয়া বল করার পরেই সেই তোয়ালেতে হাত মুছতে ব্যস্ত হয়ে পড়েন। পরে ফিল্ডারের ছোঁড়া বল ধরার সময় সেই তোয়ালে অ্যামেলিয়ার হাতেই থেকে যায়। তা তিনি ট্রাউজারে রেখে দেওয়ার সময় পাননি।

রান-আউট করার তাড়া ছিল না, বাড়তি রান বাঁচানোর তাগিদও ছিল না এক্ষেত্রে। তবে বল ধরার সময় হাতে তোয়ালে থাকায় আইসিসির নিয়ম অনুযায়ী আম্পায়ার জরিমানা হিসেবে ৫ রান উপহার দেন ব্যাটিং দল সিডনি সিক্সার্সকে। আইসিসির নিয়মের ২৮.২.১.২ ধারায় স্পষ্ট বলা রয়েছে যে, ফিল্ডিং করার সময় ক্রিকেটাররা পোশাকের সাহায্য নিতে পারবেন না।

সিডনি সিক্সার্স শেষমেশ শেষ ওভারের থ্রিলারে জিতে মাঠ ছাড়ে। ১৯.৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৭ রান তুলে ম্যাচ জেতে তারা। অর্থাৎ, মোটে ১ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে সিক্সার্স। 

জয়ের লড়াইয়ে এলিস পেরি ২০, সুজি বেটস ২৬, অ্যাশলেই গার্ডনার ৩৬, এরিন বার্নস ৩৫, মাথিলদা ২৮ ও ব্রাউন ২১ রান করেন। 

ব্রিসবেন হিটের পক্ষে ২টি করে উইকেট নেন জর্জিয়া ভল ও জেস জোনাসেন।

ভিডিও দেখতে ক্লিক করুন

সূত্র : ওয়াইজডেন.কম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here