‘তোমাকে খুব মিস করছি, বাবা’

0
'তোমাকে খুব মিস করছি, বাবা'

দুই সপ্তাহ আগেই না ফেরার পথে পাড়ি দিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। তবে মেয়ের আবেগঘন বার্তা ঘিরে ফের আলোচনায় এলেন তিনি। ৮ ডিসেম্বর ৯০তম জন্মবার্ষিকীতে মেয়ে এশা দেওল ইনস্টাগ্রামে বাবাকে নিয়ে পোস্ট করেছেন। যা ভক্ত-অনুরাগীদেরও আবেগে শিক্ত করেছে।

বিশেষ দিনে বাবাকে স্মরণ করে কয়েকটি ছবি শেয়ার করে এশা জানান, বাবাকে তার সবসময়ই মনে পড়ে। নাম ধরে ডাকা বাবার সেই স্নেহময় কণ্ঠ ভয়ংকরভাবে মিস করছেন তিনি।

ইশা লেখেন, আমার প্রিয় পাপা… আমাদের বন্ধন, আমাদের অঙ্গীকার সবসময় সবচেয়ে শক্তিশালী। সব জন্মে, সব জগতে আমরা একসঙ্গেই থাকব। আপনি যেখানেই থাকুন, আমরা এক।  

ইশা আরও জানান, বাবার সঙ্গে কাটানো হাসির মুহূর্ত, অন্তহীন কথোপকথন, কবিতা, ভালোবাসা সবই আজ তার জন্য অমূল্য স্মৃতি। তিনি লিখেছেন, আপনার দেয়া জীবনবোধ, শিক্ষা, ভালোবাসা, আদর, শক্তি এর কোনো তুলনা নেই।  

স্মৃতিকাতর এশা জানিয়েছেন ধর্মেন্দ্র তার সন্তানদের তিনি কি পরামর্শ দিতেন। বলতেন ‘নম্র হও, সুখে থাকো, সুস্থ থাকো, শক্ত থাকো’।

এশা লেখেন, ‘আমি তোমাকে ভীষণভাবে মিস করি, বাবা… তোমার সেই উষ্ণ, সুরক্ষামূলক আলিঙ্গন, যা ছিল সবচেয়ে আরামদায়ক। তোমার নরম অথচ শক্ত হাতে হাত রাখা, যার ভেতরে ছিল না-বলা বহু কথা।’

এশা বলেন, ‘আমি সবসময় মেনে চলব। আর তোমার ভালোবাসা যেভাবে আমাকে ঘিরে রেখেছে, সেই ভালোবাসা যতটা পারি মানুষের কাছে ছড়িয়ে দেব। আমি তোমাকে ভালোবাসি, বাবা… তোমার ইশা, তোমার বিট্টু।’

গত ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে মুম্বাইয়ের জুহুতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেন্দ্র। নভেম্বরের শুরুতে তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাঝপথে তার মৃত্যুর গুজব ছড়ালেও ইশা ও হেমা মালিনী তা নাকচ করেছিলেন। তবে শেষ পর্যন্ত পরিবারের উপস্থিতিতে তিনি পরপারে পাড়ি জমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here