তোপের মুখে সালমান বাটকে সরিয়ে দিল পিসিবি

0

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকা সালমান বাটকে নিয়োগের একদিন পরই নির্বাচকের পরামর্শকের পদ থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ শনিবার এক সংবাদ সম্মেলনে বাটের নাম সরিয়ে নেওয়ার কথা জানান।

জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর যাবে পাকিস্তান দল। খেলবে পাঁচটি টি-টোয়েন্টি। সফরে যাওয়ার আগেই ইনজামামের জায়গায় প্রধান নির্বাচকের দায়িত্ব ওঠে সাবেক পেসার ওয়াহাব রিয়াজের কাঁধে। আর শুক্রবার কামরান আকমল, রাও ইফতেখার আনজুম ও সালমান বাটকে প্রধান নির্বাচকের পরামর্শক হিসেবে নিয়োগ দেয় পিসিবি।

বাটকে নির্বাচক প্যানেলে নেওয়ার বিষয়ে ওয়াহাব রিয়াজ বলেন, সালমান বাটকে নিয়োগ দেওয়া নিয়ে আমার সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে আমি বন্ধুত্বকে প্রাধান্য দিয়েছি। এটা আমি হতে দিতে পারি না। যে কারণে আমি বাটকে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করছি।

ওয়াহাব জানিয়েছেন, ৩৭ বছর বয়সী ক্রিকেটার আসাদ শফিককে সাময়িকভাবে নির্বাচক প্যানেলে যুক্ত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here