তেহরানে সুইস রাষ্ট্রদূতকে তলব

0

তেহরানে নিযুক্ত সুইস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (পিজিসিসি) ‘ভিত্তিহীন’ অভিযোগের প্রতিবাদ জানাতে তাকে তলব করা হয়।

ইরানে মার্কিন দূতাবাস না থাকায় সুইস দূতাবাস সেদেশে মার্কিন স্বার্থ দেখাশুনা করে।

একই সঙ্গে বিবৃতিতে ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তাদের ভাষায় ‘মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে পারে’ এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে তেহরানের প্রতি আহ্বান জানানো হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার সুইস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র ও পিজিসিসির হস্তক্ষেপমূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরান যেকোনো বহিঃশক্তির সম্ভাব্য আগ্রাসন থেকে নিজের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষা করবে। ইরান নিজের জাতীয় স্বার্থ রক্ষার জন্য যখন যে কৌশল প্রয়োজন তখন তাই গ্রহণ করবে বলেও বিবৃতে উল্লেখ করা হয়। সূত্র: পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here