সরকারবিরোধী আন্দোলন সহিংসতা ও দাঙ্গার পেছনে যুক্তরাজ্য, জার্মান এবং ফরাসি রাষ্ট্রদূতদের সহায়তা রয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। তিনি দাবি করেন, রাষ্ট্রদূতরা সন্ত্রাসীদের পাশে দাঁড়িয়েছিলেন এবং অস্থিরতা পরিচালনায় ভূমিকা পালন করেছিলেন।
তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলো ‘সন্ত্রাসী গোষ্ঠী’ সংগঠিত করতে এবং ইরানের অভ্যন্তরে হত্যাকাণ্ড পরিচালনা করতে ডলার এবং বৈদেশিক মুদ্রা স্থানান্তর করা পর্যাপ্ত নখি সরকারের কাছে রয়েছে। এছাড়া বিক্ষোভকারীদের
বিক্ষোভকারীদের কিছু কর্মকাণ্ডকে মৃত্যুদণ্ড ব্যবহারের ঘোষিত অভিপ্রায় এবং ‘মোহারেবেহ’ বা ‘ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতা’ অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গত সপ্তাহে জানিয়েছে, আন্দোলনে সমর্থন দেওয়ার অভিযোগে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটেন, জার্মানি, ফ্রান্স এবং ইতালির রাষ্ট্রদূতদের তলব করেছে।

