ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে একটি ‘বড়’ রকেট হামলা চালানোর কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। প্রায় চার মাসের মধ্যে গোষ্ঠীটি এই প্রথম এমন হামলা শুরু করার কথা জানাল। খবর বিবিসির।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা থেকে অন্তত ৮টি রকেট ছোড়া হয়েছে। এগুলোর বেশ কয়েকটিকে বাধা দেওয়া হয়েছে। তবে এসব রকেট হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে হামাসের সামরিক শাখা ইজ্জেদাইন আল-কাসাম ব্রিগেড বলেছে, তারা ‘বেসামরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী (ইসরায়েলি) গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে একটি বড় রকেট হামলা চালিয়ে তেল আবিবকে লক্ষ্যবস্তু করেছে’।