নুরিট কুপার (৭৯) ও ইয়োভড লিফশিটজ (৮৫) নামের দুই ইসরায়েলি প্রবীণ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। সোমবার রাতের দিকে তারা ইসরায়েলের রাজধানী তেল আবিবে পৌঁছান। সেখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হবে।
হামাস জানিয়েছে মানবিক ও তাদের স্বাস্থ্যের কথা বিবেচনায় তাদেরকে মুক্তি দেওয়া হবে।
তবে এখনো কুপার স্বামী আমিরাম ও লিফশিটজের স্বামী ওডেড এখনো হামাসের কাছে জিম্মি রয়েছে।
এদিকে হোয়াইট হাউজ ও মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা মনে করছেন এখন গাজায় যুদ্ধবিরতির উপযুক্ত সময় নয়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সোমবার বলেছেন, আমরা মনে করি না যে এখন যুদ্ধবিরতির সময়।
সূত্র: বিবিসি