তেল আবিবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে দেশটির নাগরিকরা।
বার্তা সংস্থার এপি’র একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সামরিক বাহিনী গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, এবং বহু সংখ্যক ইসরায়েলি সৈনা স্থলঅভিযানের জড়ো করা হয়েছে, অথচ হামাসের হামলায় বেঁচে যাওয়াদের মানসিক প্রভাব কাটিয়ে ওঠার কোনো উদ্যোগ নেই।
ক্লিনিকাল সাইকোলজিস্ট ও তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুভি দার (যিনি হামাসের হামলায় বেঁচে যাওয়াদের কাউন্সেলিং করছেন) ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “এটা পরিষ্কার যে এই সরকার পুরোপুরি অযোগ্য।”
তিনি আরো বলেন, “এই মুহূর্তে এসব শরণার্থী যে সহায়তাটুকু পাচ্ছে তা খুবই নগন্য। রাষ্ট্র থেকে কিছুই পাওয়া যাচ্ছে না, এমনকি স্বেচ্ছাসেবকদের হোটেল কক্ষের ভাড়াও অলাভজনক সংগঠনগুলো পরিশোধ করছে।”
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বোমা হামলার মধ্যেই নেতানিয়াহুর বিতর্কিত বিচারিক সংস্কার পরিকল্পনার মধ্যেই এই বিক্ষোভ হল। বিক্ষোভকারীরা তেল আবিব থেকে জেরুজালেমের প্রধান সড়ক অবরোধ করে।
অনেকে মনে করেন, দেশটির বর্তমান সরকার মৌলিক অধিকারকে অবজ্ঞা করে সুপ্রিম কোর্টের ওপর নগ্ন হস্তক্ষেপ করছে।
ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ইতামার বিন গাভির বলেছেন, বিক্ষোভকারী নৈরাজ্যবাদীদেরকে সড়ক অবরোধ করতে দেওয়া হবে না। বেনিয়ামিন নেতানিয়াহু গত জানুয়ারিতে বিচার বিভাগীয় সংস্কার প্রস্তাব করেছিলেন।
এই সংস্কার পরিকল্পনা অনুযায়ী বিচার ব্যবস্থার ক্ষমতা হ্রাস করা হবে এবং বিচারিক বিষয়ে নির্বাহী ও আইন প্রণেতাদের হস্তক্ষেপ বাড়ানো হবে।
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু এই সংস্কার পরিকল্পনা পেশ করার ফলে ইসরায়েলজুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তার মন্ত্রিসভার বিরুদ্ধে দীর্ঘ বিক্ষোভ, ধর্মঘট করেছে বিক্ষোভকারীরা। অনেক বিশ্লেষক ইসরায়েলের বিরুদ্ধে বিস্ময়কর আল-আকসা অভিযানের জন্য নেতানিয়াহুর ওই বিচারিক সংস্কার পরিকল্পনার সাথে ইসরায়েলিদের বিরোধকে দায়ী করেছেন। সূত্র: এপি