সাভার হেমায়েতপুর তেলের লরি উল্টে আগুনের ঘটনায় মো: সাকিব (১৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ট্রাকের হেলপার ছিলেন। এ নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ (চার) জনে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো: তরিকুল ইসলাম জানিয়েছিলেন সাকিবের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। সে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত (৩ এপ্রিল) ১ টা ২০ মিনিটে মারা যায়।
তিনি বলেন, যতটুকু জেনেছি, তাদের ট্রাকে করে তরমুজ নিয়ে গাজীপুর কাঁচামালের আড়তে যাচ্ছিল। ভোরে সংবাদ পাই সে আগুনে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। পরে হাসপাতালে এসে দেখি তার গোটা শরীর পুড়ে গেছে।
উল্লেখ্য, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ট্রাক হেলপার ইকবাল মারা যান। পরে আড়তদারি ব্যাবসায়ী নজরুল ইসলাম নামে আরেকজন শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়ার পর মারা যান। একই দিন রাত সাড়ে ৯ টায় ট্রাক চালক হেলাল হাওলাদার মারা যান।