তেলের ট্যাঙ্কার জব্দের প্রতিক্রিয়ায় যা বলল রাশিয়া

0
তেলের ট্যাঙ্কার জব্দের প্রতিক্রিয়ায় যা বলল রাশিয়া

উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, যুক্তরাষ্ট্র ট্যাংকার জব্দ করে আন্তর্জাতিক সমুদ্র আইন ভঙ্গ করেছে। 

এক বিবৃতিতে রুশ পরিবহণ মন্ত্রণালয় বলেছে, ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী, উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে। কোনো দেশই অন্য দেশে নিবন্ধিত বা রেজিস্ট্রি করা কোনো জাহাজের ওপর শক্তি প্রয়োগ করার অধিকার রাখে না।

তবে যুক্তরাষ্ট্রের দাবি, যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা’ লঙ্ঘনের দায়ে জাহাজটিকে স্কটল্যান্ডের উত্তরে আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করা হয়েছে। জব্দ করার আগে জাহাজটিকে ক্যারিবীয় সাগর থেকে দীর্ঘ সময় ধরে অনুসরণ করা হয়।

যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড জানায়, মেরিনেরাকে জব্দ করার কাজে যুক্তরাষ্ট্রের বিচার ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সেনাবাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করেছে।

যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কোর্টের পরোয়ানার (ওয়ারেন্ট) ভিত্তিতে উত্তর আটলান্টিক মহাসাগর থেকে জাহাজটিকে জব্দ করা হয়েছে। (যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের) জাহাজ ইউএসসিজিসি মুনরো জাহাজটিকে অনুসরণ করছিল।

ইউরোপীয় কমান্ড জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পশ্চিম গোলার্ধের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে এমন নিষিদ্ধ জাহাজকে লক্ষ্য করে জারি করা ঘোষণা’ মেনে জাহাজটির বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলেছেন, জাহাজ জব্দের এ ঘটনা ‘ভেনেজুয়েলার নিষিদ্ধ ও অবৈধ তেলের ওপর আরোপিত অবরোধের’ সঙ্গে সম্পর্কিত। 

যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ‘মেরিনেরা’ নামের জাহাজটি আগে ‘বেলা ১’ নামে পরিচিত ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here