নেদারল্যান্ডসের আমস্টারডামে যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কেন্দ্রীয় এলাকায় জড়ো হওয়া শতাধিক বিক্ষোভকারী ভেনেজুয়েলার পতাকা হাতে নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের নিন্দা জানান।
মার্কিন বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। তাকে এবার যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করেই ইউরোপের বিভিন্ন শহরের মতো আমস্টারডামেও প্রতিবাদ শুরু হয়।
বিক্ষোভকারীরা ভেনেজুয়েলা থেকে হাত সরাও, মার্কিন সাম্রাজ্যবাদ বন্ধ করো, তেলের জন্য রক্ত নয় এবং ট্রাম্প সন্ত্রাসী লেখা প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন।
ডাচ অ্যান্টি-ফ্যাসিস্ট ফর্মার রেজিস্ট্যান্স ফাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শোয়ের্ড দে গ্রুট বিক্ষোভে যোগ দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যা করেছে তা ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন ভঙ্গের সুস্পষ্ট উদাহরণ। তিনি নেদারল্যান্ডসসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে ভেনেজুয়েলার প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানান। তার মতে, বিষয়টি শুধু একটি দেশের নয় আন্তর্জাতিক আইন, জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, প্রতিটি সভ্য দেশেরই এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো উচিত।
বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হলেও অংশগ্রহণকারীরা জানান, প্রয়োজন হলে তারা আবারও আন্দোলনে নামবেন। বিশ্বব্যাপী এ ঘটনা নিয়ে নানামুখী আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা

