পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাথর ভাঙার পয়েন্ট থেকে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাগলিডাঙ্গি এলাকায় আবুল কালাম আজাদের পাথর ভাঙা পয়েন্টে শ্রমিকরা মর্টারশেলটি দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় বিজিবি প্রাথমিকভাবে মর্টারশেলটি একই স্থানে নিরাপত্তাবেষ্টনীতে রেখে পুলিশকে খবর দেয়।
তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানান, বিজিবির মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রক্রিয়া শেষে দ্রুতই মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হবে।