তৃষ্ণার রেকর্ডের দিনে বড় হার, সিরিজ খোয়ালো বাংলাদেশ

0

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে দুইবার হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন ফারিহা তৃষ্ণা। তার দুর্দান্ত বোলিংয়ের পরও ১৬১ রানের বড় পুঁজি গড়ে সফরকারী অস্ট্রেলিয়া। জবাবে নির্ধারিত ওভার শেষে ১০৩ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল সফরকারীরা।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ৫৮ রানে হেরেছে স্বাগতিকরা। 

আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। আজ ওপেনিংয়ে পরিবর্তন আসে তাদের। ওপেন করেন গ্রেস হ্যারিস ও ফিবি লিচফিল্ড। তবে সুবিধা করতে পারেননি লিচফিল্ড। তৃষ্ণার বলে ক্যাচ দিয়ে ফেরেন ২ রান করে। এরপর দ্বিতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়েন গ্রেস ও জর্জিয়া ওয়ারেহ্যাম। ৫৪ বলের এই জুটি ভাঙে ৩০ বলে ৫৭ রান করে ওয়ারেহ্যাম আউট হলে।  

এরপর দ্রুত উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। গ্রেস আউট হন ৪৭ রান করে। এতে রানের গতি অনেকটা কমে আসে। মাঝে এলিসা পেরি খেলেন ২৯ রানের ইনিংস। ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে পেরি, সোফি মলিনিও ও বেথ মুনিকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। সব মিলিয়ে ৪ ওভারে এক মেডেনসহ ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন এই বাঁহাতি পেসার।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেট দুইবার হ্যাটট্রিকের কীর্তি গড়লেন তৃষ্ণা। সবমিলিয়ে এটি বাংলাদেশ নারী দলের তৃতীয় হ্যাটট্রিক। প্রথমটি করেছেন ফাহিমা খাতুন।

এর আগে ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম হ্যাট্রিকের স্বাদ পান তৃষ্ণা। তবে বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে প্রথম হ্যাটট্রিক করেন ফাহিমা খাতুন, ২০১৮ সালে আরব আমিরাতের বিপক্ষে।

জবাবে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। দলীয় ৩৪ রানে প্রথম উইকেট পড়লেও এরপর নিয়মিত বিরতিতে উইকেটের পতন ঘটেছে। ২৫ বলে দলীয় সর্বোচ্চ ২৭ রান করেছেন ওপেনার দিলারা আক্তার। মাঝে ১৮ বলে ১৫ রান করেন ফাহিমা খাতুন এবং ১৭ বলে ২১ রান আসে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। আর ১৭ বলে ১৪ রান নিয়ে অপরাজিত থাকেন রাবেয়া আক্তার।

দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। এর আগে ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইওয়াশ করেছিল তারা।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here