তৃতীয় স্তরে নেমে গেল সাবেক ‘সিরি আ’ চ্যাম্পিয়নরা

0

ইতালির ফুটবল ইতিহাসে এক সময় যেসব ক্লাব আলো ছড়িয়েছে, তাদের মধ্যে অন্যতম ছিল সাম্পডোরিয়া। তবে এবার ক্লাবটির ইতিহাসে যোগ হলো একটি কালো অধ্যায়। ৭৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ইতালির তৃতীয় স্তরের লিগ, সিরি সি-তে নেমে গেছে সাবেক সিরি আ চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (১৩ মে) ইউভে স্টাবিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করার পর নিশ্চিত হয় সাম্পডোরিয়ার অবনমন। এই ড্রয়ের ফলে রেলিগেশন প্লে-অফ খেলার সুযোগও হারায় ক্লাবটি।

১৯৯০-৯১ মৌসুমে সিরি আ জিতে চমক দেখিয়েছিল সাম্পডোরিয়া। তার আগের মৌসুমেই তারা জিতেছিল ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ। সেই সময় ক্লাবটির হয়ে খেলতেন ইতালির দুই কিংবদন্তি রবের্তো মানচিনি ও জানলুকা ভিয়াল্লি। তাদের হাত ধরেই ১৯৯১-৯২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছায় সাম্পডোরিয়া। তবে অতিরিক্ত সময়ে বার্সেলোনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়।

সাম্পডোরিয়ার ঘরোয়া সাফল্যও কম নয়। ইতালিয়ান কাপ জিতেছে চারবার। যদিও সর্বশেষ ট্রফি জয়ের স্মৃতি প্রায় তিন দশক আগের-১৯৯৪ সালে।

২০২৩ সালে সিরি বি-তে নেমে যাওয়ার পর থেকেই ক্লাবটি সংকটে পড়ে। এবার সেই পতনের ধারায় নতুন সংযোজন সিরি সি। মৌসুমের শুরুতে সাবেক ইতালিয়ান তারকা আন্দ্রেয়া পিরলোকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলেও ফল মেলেনি। পরে তাকে সরিয়ে আরও একাধিকবার কোচিং স্টাফে পরিবর্তন আনা হয়। শেষদিকে ক্লাবের দায়িত্ব দেওয়া হয় এসি মিলানের সাবেক মিডফিল্ডার আলবেরিকো এভানিকে। কিন্তু তিনিও পারলেন না ক্লাবকে রক্ষা করতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here