তৃতীয় সপ্তাহেও শো বাড়ছে ‘জংলি’র, ২৫ এপ্রিল মুক্তি পাচ্ছে বিদেশে

0

ঈদের তৃতীয় সপ্তাহেও উৎসবের আমেজ ধরে রেখেছে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো। শুরুতে কম সংখ্যক শো দিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে বাড়ছে সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমার চাহিদা।

প্রথম সপ্তাহে স্বল্প সংখ্যক প্রদর্শনী থাকলেও দ্বিতীয় সপ্তাহে শো দ্বিগুণ করা হয়। তৃতীয় সপ্তাহে এসে আরও বেড়েছে ‘জংলি’র শো সংখ্যা।

আজ থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে প্রতিদিন ২১টি শো চলবে ‘জংলি’র। এ ছাড়া যমুনা ব্লকবাস্টারে ৪টি এবং লায়ন সিনেমাসে ৩টি শো চলবে। মাল্টিপ্লেক্স মিলিয়ে মোট ২৮টি শো দেখানো হবে সিনেমাটি। যেখানে শুরুতে শো ছিল মাত্র ১১টি।

শুধু মাল্টিপ্লেক্স নয়, সিঙ্গেল স্ক্রিনেও ‘জংলি’ পেয়েছে সর্বোচ্চ হল। বরবাদ-এর পর শুক্রবার থেকে সর্বাধিক সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি জানান, মুক্তির শুরুর দিকে ‘জংলি’ মাত্র তিনটি সিঙ্গেল স্ক্রিনে চলছিল। আজ থেকে দেশের ২১টি সিঙ্গেল স্ক্রিনে একযোগে চলছে সিনেমাটি। বরবাদের পর ‘জংলি’ই এখন সর্বাধিক হলে প্রদর্শিত সিনেমা।

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, জংলির দর্শকপ্রিয়তা দেখে মনে হচ্ছে এটি লম্বা রেসের ঘোড়া। আমি “পরাণ” পরিবেশনার দায়িত্বে ছিলাম। সে অভিজ্ঞতা থেকে বলছি, জংলি “পরাণ”-এর মতোই আরেকটি বড় হিট হতে যাচ্ছে।’

এদিকে, তৃতীয় সপ্তাহে মাল্টিপ্লেক্সে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার শো চলছে ৩৫টি। সিঙ্গেল স্ক্রিনে রয়েছে শতাধিক প্রদর্শনী। অন্যদিকে ঈদের আলোচিত সিনেমা ‘দাগি’ মাল্টিপ্লেক্সে ভালো সাড়া পেলেও সিঙ্গেল স্ক্রিনে সুবিধা করতে পারেনি। জানা গেছে, সিনেমাটি চলছে চারটি সিঙ্গেল স্ক্রিনে।

এছাড়া, ‘জংলি’ সিনেমার প্রথম ১৬ দিনের আয়ের হিসাব প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটি জানায়, এ পর্যন্ত আয় হয়েছে প্রায় ২ কোটি ৬ লাখ টাকা।

দেশে বিপুল দর্শকপ্রিয়তার পর, ২৫ এপ্রিল থেকে ‘জংলি’ মুক্তি পাচ্ছে বিদেশেও। সিনেমাটিতে সিয়াম আহমেদের পাশাপাশি অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি ও শিশুশিল্পী নৈঋতা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here