তৃতীয় সন্তান নিলে মাসে ১৬ হাজার টাকা ভাতা পাবেন তুর্কি নাগরিকরা

0

তুরস্কে বিবাহের হার কমে যাওয়া, ডিভোর্সের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশটিতে জন্মহার বাড়াতে বাড়াতেও বেশ কিছু নীতি ঘোষণা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

জন্মহার কমা ও বয়স্কের সংখ্যা বাড়ার বিষয়টি তুরস্কের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে বলে মনে করা হচ্ছে। তাই বিষয়টি সমাধানে এগিয়ে এসেছেন প্রেসিডেন্ট এরদোয়ান।

এছাড়া দেশটিতে শুরু করা হয়েছে নতুন একটি পোগ্রাম, যা নতুন বছরের শুরুতে চালু হয়েছে। এতে বলা হয়েছে, যেসব দম্পতি সন্তান নেবেন তারা আর্থিক সহায়তা পাবেন। প্রথম সন্তানের জন্য দম্পতিরা এককালীন ৫ হাজার লিরা পাবেন। এরপর দ্বিতীয় সন্তানের জন্ম হলে মাসিক ১ হাজার ৫০০ লিরা ভাতা দেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় সন্তানের পর তৃতীয় সন্তানের জন্য মাসিক ৫ হাজার লিরা ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা ১৩২ ডলারের সমান। আর বাংলাদেশি অর্থে এটি ১৬ হাজার টাকার সমান। তুরস্কের যেসব মানুষ বিদেশে থাকেন তারাও এই সুবিধা গ্রহণের জন্য ওই দেশের তার্কিস দূতাবাস অথবা কনস্যুলেটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

জীবনমানের ব্যয় বেড়ে যাওয়ায় তুরস্কে অনেকে বিয়ে করতে চান না। বিয়ে করলেও সন্তান নেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে অনীহা রয়েছে।

নতুন যে পোগ্রামটি নেওয়া হয়েছে সেটি ‘তুরস্কের ভবিষ্যত ঝুঁকি’ মোকাবেলায় কাজ করবে বলে বলা হচ্ছে। সূত্র: দ্য নিউ আরব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here