তৃতীয় মেয়াদে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট তোয়াদারা

0
তৃতীয় মেয়াদে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট তোয়াদারা

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফোসন অসনজ তোয়াদারা আবারও জয়ী হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আরোহন করেছেন তিনি। 

দেশটির জাতীয় নির্বাচনী কর্তৃপক্ষ সোমবার (৫ জানুয়ারি) নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করে জানিয়েছে, ৭৬ দশমিক ১৫ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন তোয়াদারা। গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৫২ দশমিক ৪২ শতাংশ। 

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ৬৮ বছর বয়সী এই প্রাক্তন গণিতবিদ আরও একবার দেশের শাসনভার গ্রহণ করতে যাচ্ছেন, যা দেশটিতে তার রাজনৈতিক প্রভাবের ধারাবাহিকতাকে আরও সুসংহত করল। দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে তোয়াদারা মূলত দেশের নিরাপত্তা পরিস্থিতিকে তার নির্বাচনী প্রচারণার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তিনি দাবি করেছেন যে, রুশ ভাড়াটে সেনা ও রুয়ান্ডার বিশেষ বাহিনীর সহায়তায় তোয়াদারা সক্ষম হয়েছেন দেশে সহিংসতা কমিয়ে আনতে। এছাড়া বেশকিছু বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তিচুক্তি সই করাও তার সাফল্যের অংশ হিসেবে দেখা হচ্ছে চলতি বছর। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here