তৃতীয় দফায় পরবর্তী প্রজন্মের এইচ৩ রকেটের সফল উৎক্ষেপণ জাপানের

0

তৃতীয় দফায় সফলভাবে নতুন প্রজন্মের এইচ-৩ রকেট উৎক্ষেপণ করেছে জাপান।

শনিবার কাগোশিমা প্রিফেকচারের তানেগাশিমার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপের তানেগাশিমা মহাকাশকেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে।

এর আগে দুইবার টোকিও’র এ রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়। এ জন্য তাদেরকে কয়েক বছর ধরে অপেক্ষা করতে হয়।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) কর্মকর্তা এএফপি’কে বলেন, এইচ৩ রকেট ‘কক্ষপথে স্থাপন করা হয়েছে।’

জেএএক্সএ এবং মিতসুবিশি হেভি ইন্ড্রাস্টির যৌথভাবে তৈরি করা এইচ৩ রকেট হলো এইচ-২এ লঞ্চ সিস্টেমের উত্তরসূরী যা ২০০১ সালে উদ্ভাবন করা হয়।

এজেন্সির সরাসরি ধারা বিবরণীতে রকেটটির ইঞ্জিন সফলভাবে প্রজ্জ্বলিত হওয়ায় এটি কক্ষপথে উঠে গেছে বলে ঘোষণা করার পরপরই জেএএক্সএ’র নিয়ন্ত্রণ কেন্দ্রে উল্লাস ও করতালি শোনা যায়।

আগে দুইবার উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার পর এবার এইচ৩ এর প্রজ্জলন পদ্ধতির উন্নতি করা হয়েছিল। রকেটটি ছোট আকারের দু’টি স্যাটেলাইট বহন করে।

এ দুটি স্যাটেলাইটের একটি বিভিন্ন ছবি তুলে পাঠাবে যা দুর্যোগ প্রতিরোধে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। ইনফারেড রশ্মি সনাক্ত করার জন্য অন্য স্যাটেলাইটে একটি সেন্সর যুক্ত করা হয়েছে।

৬৩ মিটার (২৯৭ ফুট) দৈর্ঘ্যের এইচ-৩ রকেটটি মহাকাশে ৬.৫ টন ওজন বহন করতে সক্ষম। এর সহজ কাঠামো ও অটোমোবাইল-গ্রেড ইলেকট্রনিক্সের কারণে প্রতি উৎক্ষেপণে খরচ কমিয়ে ৫০০ কোটি ইয়েন বা ৩ কোটি ৩০ লাখ ডলার পর্যন্ত আনা হয়েছে। 

সূত্র : রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here