তৃতীয় ওয়ানডে ম্যাচেও বৃষ্টির চোখ রাঙানি

0

আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে রেকর্ড ব্যবধানে জিতে ১-০তে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আইরিশদের ৩৫০ রানের টার্গেট দিলেও বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়ে যায়। আজ সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ।

তবে তৃতীয় ওয়ানডেতেও চোখ রাঙানি দিচ্ছে বৃষ্টি। বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে তৃতীয় ওয়ানডে শুরুর কথা রয়েছে। কিন্তু সিলেটের আকাশের সকাল থেকেই মন খারাপ। একটু পরপরই বৃষ্টি হচ্ছে। কালো মেঘে ছেয়ে আছে গোটা শহর।

আজ খেলা না হলে বাংলাদেশ এমনিতেই সিরিজ জিতে যাবে। কিন্তু বিশ্বকাপের বছরে প্রতিটি ম্যাচই গুরুত্বের। নিজেদের ঝালিয়ে নেওয়া, নানা রকম পরীক্ষা-নিরীক্ষার জন্য সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ম্যাচে বোলাররা সেই সুযোগ পাননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here