তৃতীয় উইকেটে রেকর্ড জুটি জিম্বাবুয়ের, হতাশ টাইগার শিবির

0

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় সেশন নিজেদের করে রাখল সফরকারী জিম্বাবুয়ে। জিম্বাবুয়ান ব্যাটার নিক ওয়েলস এবং শন উইলিয়ামসের দুর্দান্ত পার্টনারশিপ স্বাগতিকদের বিপক্ষে রেকর্ডের পাতাতে নাম উঠেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ১৬৫ রান। শন উইলিয়ামস ৫৭ রান নিয়ে ক্রিজে আছেন এবং নিক ওয়েলস ৫৪ রান করে আহত হয়ে মাঠ ত্যাগ করেন। দ্বিতীয় সেশনে কোনো উইকেট না পাওয়ায় হতাশ টাইগার শিবির।

সোমবার চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দাপটের সঙ্গে ব্যাট করতে থাকেন জিম্বাবুয়ে ব্যাটাররা। মাঝে ব্রায়ান বেনেটকে অভিষিক্ত তানজিম হাসান সাকিব এবং বেন কারেনকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম।

২১ রান করে আউট হন জিম্বাবুয়ের ওপেনার বেনেট ও আরেক ওপেনার কারানও ফিরেন ২১ রানে। ৭২ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় জিম্বাবুয়ে। 

উইলিয়ামস আর ওয়েলসের ফিফটিতে ৯০ রানের জুটিটি দ্বিপাক্ষিক রেকর্ডের তালিকায় নাম উঠেছে।  

এই নিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে তৃতীয় উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি গড়েছেন এই দু’জনে। আর বাংলাদেশের মাটিতে ৩য় উইকেট বিবেচনায় এটাই সর্বোচ্চ পার্টনারশিপ। এর আগে বাংলাদেশে জিম্বাবুয়ে ৩য় উইকেটে তুলেছিল সর্বোচ্চ ৬৭ রান। 

২০১৪ সালে খুলনা টেস্টে ব্রেন্ডন টেইলর এবং হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে আসে এই জুটি। 
এমনকি তৃতীয় উইকেটে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ জুটিও এসেছিল এই দু’জনের ব্যাট থেকেই। ২০১১ সালে হারারে টেস্টে এই দুই ব্যাটার তুলেছিলেন ১৪২ রান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here