তৃতীয়বারের মতো ভারত সফর বাতিল নেতানিয়াহুর

0
তৃতীয়বারের মতো ভারত সফর বাতিল নেতানিয়াহুর

নয়াদিল্লিতে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আবারও ভারত সফর স্থগিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলতি বছরে এটি তার তৃতীয়বারের মতো ভারত সফর বাতিল। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ জানায়, প্রায় দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে সংঘটিত হামলাটি গত দশ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক ছিল। এতে কমপক্ষে ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হন। এ পরিস্থিতিতে নিরাপত্তা পুনর্মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর সফর আগামী বছরে পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগে ধারণা করা হয়েছিল, বছরের শেষের আগেই নেতানিয়াহু নয়াদিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। কিন্তু এ বছরই তৃতীয়বারের মতো সেই পরিকল্পনা ভেস্তে গেল।

এর আগে ৯ সেপ্টেম্বর এক দিনের সফরে ভারত আসার কথা থাকলেও ইসরায়েলে ১৭ সেপ্টেম্বরের পুনর্নির্বাচনকে সামনে রেখে তিনি সফর স্থগিত করেন। তারও আগে, এপ্রিলে নির্বাচন শুরু হওয়ার প্রাক্কালে আরেকটি দিল্লি সফর বাতিল করেছিলেন নেতানিয়াহু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here